আগামীকাল ৭ই নভেম্বর মহান বিপ্লব দিবস। এই বছর মহান নভেম্বর বিপ্লব দিবসের ১০৭তম বর্ষে পদার্পণ করবে। রবিবার তাই ঐতিহাসিক মহান নভেম্বর বিপ্লব দিবসকে সামনে রেখে সিপিআইএম দলের উদ্যোগে শুরু হয়ে গেছে নানা কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার পার্টির পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এদিনের রক্তদান শিবিরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার রক্তদাতাদের উৎসাহিত করলেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নভেম্বর বিপ্লব দিবসের প্রেক্ষাপট তুলে ধরে বলেন নভেম্বর বিপ্লব গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। শোষকের হাত থেকে শোষিতরা ক্ষমতা দখল করেছিল। আর এই ক্ষমতা দখল করতে গিয়ে অনেক জীবন গেছে, রক্ত ঝরেছে। পৃথিবীতে প্রথম শ্রেণীহীন শোষন মুক্ত সমাজ তারা প্রতিষ্ঠা করেছিল। পুঁজিবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শোষনমুক্ত স্বাস্থ্যকর সমাজ মানেই সমাজ তান্ত্রিক ব্যবস্থা। এ দিনের রক্তদান শিবিরে রক্ত দাতাদের মধ্যে উৎসাহু উদ্দীপনা ছিল লক্ষণীয়



