Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভায় রাজ্যের তথ্য সংস্কৃতি ও ক্রীড়া...

ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভায় রাজ্যের তথ্য সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী

আজ দুপুরে রাজধানী আগরতলার অফিস লেইনস্থিত শিক্ষাভবনে ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তার কার্যালয়ের কনফারেন্স হলঘরে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভায় ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান হিসেবে পৌরহিত্য করেন রাজ্যের তথ্য সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজকের এই সভায় চলতি বছরে রাজ্যের স্কুল স্তরের খেলাধুলার আয়োজন থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে ক্যালেন্ডার তৈরি করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি জাতীয় স্কুল স্তরের বিভিন্ন টুর্নামেন্টে রাজ্য দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এই সাধারণ সভায়। চলতি অর্থবছরে ক্রীড়া খাতে বরাদ্দকৃত বাজেটও অনুমোদিত হয় আজকের এই গুরুত্বপূর্ণ সভায়। এছাড়া, স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া (এস.জি.এফ.আই)-এর চলতি ক্রীড়া বছর ২০২২-২৩ এর রূপরেখা অনুযায়ী জাতীয় স্কুল স্তরের ক্রীড়াসূচি নিয়েও এই বৈঠকে আলোচনা হয়। আজকের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আটটি জিলা পরিষদের সভাধিপতি/তাঁদের প্রতিনিধিরা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা সুবিকাশ দেববর্মা, যুগ্ম অধিকর্তা তথা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সাধারণ সচিব পাইমং মগ, উপ-অধিকর্তা বনজিৎ বাগজী, বিপ্লব দত্ত,চত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের প্রতিনিধি সহ অন্যান্য জেলা/মহকুমা থেকে আগত প্রতিনিধি ও আধিকারিকেরা

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য