রাজধানীতে আবারো উদ্ধার মৃতদেহ। ঘটনা আগরতলা পূর্ব থানার অন্তর্গত চিত্তরঞ্জন রোড এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রদেশ ভবনের সামনে। এলাকাবাসীরা ঘটনাটি প্রত্যক্ষ করে পুলিশকে খবর দিলে, পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে মৃতদেহ। মৃত ব্যক্তির নাম স্বপন গোস্বামী, বয়স ৫২। বাড়ি আগরতলা শহরতলী পূর্ব আড়ালিয়া এলাকায়। জানা যায় স্থানীয়রা প্রত্যক্ষ করেন যে তৃণমূল কংগ্রেস ভবনের সামনে এক ব্যক্তি অস্বাভাবিক অবস্থায় পড়ে রয়েছে, তারপর এলাকাবাসীরা পুলিশ ও দমকল কর্মীদের খবর দেওয়া পর, পুলিশও দমকল কর্মীদের আসার আগেই ছুটে আসে মৃত ব্যক্তির বাড়ির লোকজন। পরে দমকল বাহিনীর কর্মীরা স্বপনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোন রহস্য তা ময়না তদন্তের পর স্পষ্ট হবে।



