বৃহস্পতিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 43 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজধানীতে মশাল মিছিল করা হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডি ওয়াই এফ আই সদর বিভাগীয় সম্পাদক জয়দীপ রাউত বলেন ২০১৪ সালে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ঘোষণা দেওয়া হয়েছিল যে বছরে ২ কোটি চাকরি ব্যবস্থা হবে তাছাড়া রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বছরে পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে বলে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেকাররা এখন অব্দি চাকরির জন্য হর্নে হয়ে ঘুরছে এখান থেকে বলা যায় যে বিগত দিনের রাজ্যে বামফ্রন্ট সরকার শাসনকালে বেকারদের চাকরি থেকে শুরু করে শিক্ষাব্যবস্থা অব্দি দেশের মধ্যে রাজ্যকে অন্যতম জায়গায় নিয়ে গিয়েছিলেন। তাছাড়া এদিন তিনি আরো বলেন বর্তমান রাজ্য সরকার বেকারদের স্বার্থে কাজ না করে বেকারদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন বলে কেননা রক্তদানের মত কর্মসূচিতেও আক্রমণ চালিয়েছে এরা। তাছাড়া ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জন্মলগ্ন থেকেই যে দাবি নিয়ে পথ চলা শুরু করেছে আজও সেই একই দাবি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে বলে।



