Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যডি ওয়াই এফ আই এর ৪০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডি ওয়াই...

ডি ওয়াই এফ আই এর ৪০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডি ওয়াই এফ আই সদর বিভাগীয় কমিটির রক্তদান শিবির

মঙ্গলবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 40 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজধানীর ছাত্র যুব ভবনে গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন শংকর প্রসাদ দত্ত সংবাদ মাধ্যমকে জানান রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে রাজ্যে রক্তের যোগান খুব কষ্টসাধ্য হতো, মুমূর্ষ রোগীদের জন্য রক্ত আমদানি করতে হতো পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই রক্তদানের কর্মসূচিকে রুটিন কর্মসূচি হিসেবে গণনা করেছে, যার সাথে যুক্ত হয়েছে নারী শ্রমিক ক্ষেতমজুর ও যুবকদের সংগঠন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে মুমূর্ষ রোগীদের প্রয়োজনীয় রক্ত যোগান দেওয়া সম্ভব হয়। কিন্তু বর্তমান রাজ্য সরকার যাদের মানুষের পাশে দাঁড়ানোর কোন ইচ্ছেই নেই তারা যারা রক্তদান কর্মসূচিতে এগিয়ে আসছে তাদের উপর আক্রমণ চালাচ্ছে। তারপর রাজ্যে এখন সুশাসনের নামে যে কুশাসন চলছে তার বিরুদ্ধে কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিনের রক্তদান শিবিরে রক্ত দাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য