সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজধানীতে ডুর টু ডুর কর্মসূচি আয়োজিত হয়। এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ জানান বর্তমানে রাজ্যে সু শাসনের নামে কুশাসন চলছে, তার পাশাপাশি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অনেক কুপ্রচার চলছে তাই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক কি কি কর্মসূচি বাস্তবায়ন করেছেন তা নিয়ে লিফলেট বানিয়ে আজ রাজ্যের জনসাধারণ হাতে তুলে দেওয়া হচ্ছে। কেননা ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে তাই রাজ্যের শাসকদলের এহেন কুপ্রচার বিরুদ্ধে বলে অভিমত ব্যক্ত করেন।



