Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যউদয়পুরে গোমতী নদীর তীরে একটি মাল্টিমোডাল লজিস্টিক হাব গড়ে তোলার কাজ শুরু...

উদয়পুরে গোমতী নদীর তীরে একটি মাল্টিমোডাল লজিস্টিক হাব গড়ে তোলার কাজ শুরু হয়েছে

রাজ্যে গত সাড়ে চার বছরে বহুমুখী যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক সাফল্য এসেছে এবং নানাবিধ পদক্ষেপ গ্রহণ করার ফলে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে এর প্রভাব পড়েছে। আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পরিবহণ দপ্তরের বিশেষ সচিব সন্দীপ আর রাঠোর পরিবহণ দপ্তরের সাফল্যের চিত্র তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী এবং উপসচিব মৈত্রী দেবনাথ উপস্থিত ছিলেন। বিশেষ সচিব শ্রী রাঠোর বলেন, পরিবহণ ব্যবস্থার উন্নতির ফলে রাজ্যে পর্যটন ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। রেল, সড়ক ও বিমান পরিষেবা বৃদ্ধি ছাড়াও জলপথে পরিবহণের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। উদয়পুরে গোমতী নদীর তীরে আরও একটি মাল্টিমোডাল লজিস্টিক হাব গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পরিবহন দপ্তরকে ২০ একর জমি প্রদান করা হয়েছে, এছাড়াও আরও ৩৬.৩৩ একর জমির বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব রয়েছে। এই প্রকল্পের ডিপিআর তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এছাড়াও ভারত সরকারের আন্তর্জাতিক কালাদান মাল্টিমডেল প্রজেক্টের মাধ্যমে ত্রিপুরাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার করার লক্ষ্যে মায়ানমারের কালাদান নদীর মাধ্যমে সিটোয়ে ও পালোটুয়া সমুদ্রবন্দরকে ভারতের কলকাতা, বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম এবং আশুগঞ্জ বন্দরের মাধ্যমে জলপথে ত্রিপুরাকে যুক্ত করার পরিপল্পনা গ্রহণ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব বলেন, ২০১৮ সালের পর থেকে ত্রিপুরায় রেল যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। দেশের প্রধান প্রধান রাজ্যগুলির সাথে রেলপথের মাধ্যমে ত্রিপুরা সংযুক্ত হয়েছে। মোট ১৬টি ট্রেন চলাচল করছে, তার মধ্যে দূরপাল্লার ১১টি ট্রেন। ২০১৮ এর আগে এই সংখ্যা ছিল মাত্র ৭টি। আগরতলা-গুয়াহাটি ইন্টারসিটি ট্রেন, আগরতলা-পুরী, আগরতলা-জম্মু ও আগরতলা-মুম্বাই ট্রেন পরিষেবা চালু করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রেল মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আগরতলা রেল স্টেশনটিকে একটি আন্তর্জাতিক মানের আধুনিক সুযোগ সুবিধাযুক্ত রেল স্টেশন হিসেবে গড়ে তোলার জন্য রেলমন্ত্রক উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি জানান। সাংবাদিক সম্মেলনে শ্রী রাঠোর বলেন, আগরতলা-আখাউড়া আন্তর্জাতিক রেলপথ নির্মাণের কাজ জোর কদমে এগিয়ে চলছে। পাশাপাশি রাজ্যের রেল স্টেশনগুলির পরিকাঠামো উন্নয়ন, এসকালেটর চালু, ফুট ওভার ব্রিজ নির্মাণ, লামডিং থেকে আগরতলা হয়ে বিলোনীয়া পর্যন্ত ডাবল লেন রেলপথ নির্মাণ এবং সেইসঙ্গে বৈদ্যুতিকরণের কাজ এবং রেলযাত্রীদের পরিষেবার মান উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, নিশ্চিন্তপুর এবং সারুম রেল ইয়ার্ড নির্মানের কাজ চলতি বছরের মধ্যে শেষ হবে। এরফলে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের আরও প্রসার হবে বলে আশা করা হচ্ছে। সড়ক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও রাজ্যে গত সাড়ে চার বছরে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। রাজের অভ্যন্তরে একদিকে যেমন সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে তেমনি প্রতিবেশী রাজ্য মিজোরামের সঙ্গেও সড়ক পথে যোগাযোগ চালু হয়েছে। ত্রিপুরায় বর্তমানে ৬টি জাতীয় সড়ক রয়েছে যার দৈর্ঘ্য ৮৮৮.৮১ কিলোমিটার এবং নীতিগতভাবে ঘোষিত আরো ৪টি জাতীয় সড়কের দৈর্ঘ্য হল ২২৯.২৫ কি.মি.। গত ২৭ অক্টোবর, ২০২১ সালে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি মোট ২,৭৫২ কোটি টাকার ৯টি প্রজেক্ট রাজ্যের জাতীয় সড়কের মান উন্নয়ন ও প্রশস্তিকরণের জন্য ঘোষণা করেছেন এবং এর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব শ্রী রাঠোর বলেন, রাজ্যে বিমান চলাচলের ক্ষেত্রেও প্রভৃত উন্নতির সুফল পাচ্ছেন রাজ্যের জনগণ। আগরতলা এমবিবি বিমানবন্দর এখন উত্তর পূর্বাঞ্চলে দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। প্রতিদিন বিভিন্ন উড়ান সংস্থার সর্বোচ্চ ২৪টি বিমান নিয়মিত যাতায়াত করছে এবং যাত্রী সংখ্যা প্রতিদিন গড়ে প্রায় ৩,৯০০ জন। নব কলেবরে অত্যাধুনিক সুযোগ সুবিধাযুক্ত এমবিবি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে বিমান চালানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রনালয় থেকে ইতিমধ্যে স্পাইসজেট সংস্থাকে দেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে রাজ্য সরকারের অর্থদপ্তর ১৫ কোটি টাকা ইতিমধ্যে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং হিসাবে প্রদান করেছে। পাশাপাশি এমবিবি এয়ারপোর্টকে আর্ন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করার জন্য একটি লিখিত প্রস্তাব কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রনালয়ের কাছে পাঠানো হয়েছে। কৈলাশহরে একটি নতুন গ্রীণফিল্ড এয়ারপোর্ট নির্মাণের জন্য ডিপিআর তৈরীর কাজ এএআই আধিকারিকগণ ইতিমধ্যেই শুরু করেছে। গত ২১ অক্টোবর থেকে ‘আকাশা এয়ারলাইন্স’ বেঙ্গালুরু-গৌহাটি আগরতলা এবং ব্যাঙ্গালুরু-আগরতলা রুটে সরাসরি বিমান পরিষেবা চালু করেছে। সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব জানান, আন্তর্দেশীয় জলপথে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য গোমতী নদীকে ভিত্তি করে ২০২০ সালের মে মাসে সোনামুড়া-দাউদকান্দি নৌ-পথকে আর্ন্তজাতিক ইন্দো-বাংলা প্রোটোকল রুট হিসাবে ঘোষণা করা হয়েছে। জলপথে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য এবছর ২২ ফেব্রুয়ারি খনন কাজ এবং ৯ ভাসমান জেটি নির্মানের জন্য মিনিস্ট্রি অব পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েসকে ২৪.৫২ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে। পিডব্লিউডি (ডব্লিউআর) অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্টকে এই কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২২ মার্চ, 2022 ইং তারিখে সোনামুড়ায় একটি স্থায়ী জেটি নির্মানের জন্য ৬.৯১ কোটি টাকা মেসার্স কোস্টাল কনসলিডেটেড স্ট্রাকচারস প্রাইভেট লিমিটেড, বিজয়ওয়াড়াকে মিনিস্ট্রি অব পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েস, গভর্নমেন্ট অব ইন্ডিয়া থেকে কাজের বরাত দেওয়া হয়েছে এবং উপরোক্ত সংস্থা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। সোনামুড়া-দাউদকান্দি আর্ন্তজাতিক প্রটোকল রুটটি সোনামুড়ার শ্রীমন্তপুর থেকে উদয়পুর পর্যন্ত ৪০ কিমি জলপথ সম্প্রসারণের জন্য এবং ফেনী নদীকে ভিত্তি করে আর্ন্তজাতিক জল যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য বাংলাদেশের চট্টগ্রাম সামুদ্রিক বন্দরের সাথে যুক্ত করার প্রস্তাব রাজ্য সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি অব পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েল্স কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স অ্যান্ড সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস এই প্রটোকল রুটটি সম্প্রসারণের ব্যাপারে তাদের সম্মতি পত্র প্রদান করেছেন। শিপিং অ্যান্ড ওয়াটারওয়েস মন্ত্রকের আইডব্লিউএআই থেকে ফেণী নদীতে অটোমেটেড হাইড্রোগ্রাফিক সার্ভে সম্পন্ন করা হয়েছে যাতে করে এই জলপথ নৌ চলাচলের যোগ্য কিনা তা নির্নয় করা যায়। সাংবাদিক সম্মেলনে পরিবহণ দপ্তরের বিশেষ সচিব জানান, কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগের ফলেই রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভবপর হচ্ছে। এই বহুমুখী উন্নততর যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই সারুমে একটি মাল্টিমোডাল লজিস্টিক হাব নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে সারুমে একটি স্পেশাল ইকোনমিক জোন, ইন্টিগ্রেটেড চেকপোস্ট, সারুম রেল ইয়ার্ড ইত্যাদি প্রকল্প তৈরির কাজ দ্রুত গতিতে চলছে। ইতিমধ্যেই সারুমে ফেণী নদীর উপর মৈত্রী সেতুর উদ্বোধন হয়েছে। এর ফলে চট্টগ্রাম বন্দরের সঙ্গে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে তেমনি আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য এবং পর্যটনের ক্ষেত্রটিও প্রশস্ত হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য