সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ সারা দেশে রাষ্ট্রীয় পর্যায়ের রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়েছে। স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্য-স্তরের রাষ্ট্রীয় একতা দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকালে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা রাজ্যস্তরের অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বলেন, আজ দেশের ঐক্য রক্ষার একটি গর্বের দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হচ্ছে। সর্দার বল্লভভাই প্যাটেল দেশে ঐক্য প্রতিষ্ঠা ও শক্তিশালী করার জন্য প্রায় 500টি ছোট স্বাধীন রাজ্যকে একীভূত করেছিলেন। মুখ্যমন্ত্রী এক ভারত সেরা ভারত, এক ত্রিপুরা সেরা ত্রিপুরা গড়তে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী, আদিবাসী কল্যাণ মন্ত্রী রামপদ জামাতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা, আগরতলা পৌর কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার এবং মুখ্য সচিব জে কে সিনহা, মুখ্য সচিব জে কে সিনহা বলেন, দেশের ঐক্য হবে। এই দিনটি উদযাপনের মাধ্যমে আরও জোরদার। স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া বিভাগের সচিব ড. পি. কে. চক্রবর্তী।মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা রাষ্ট্রীয় একতা দিবসের অঙ্গীকার পাঠ করেন এবং পরে ‘রান ফর ইউনিটি’ অনুষ্ঠানের পতাকা উড়িয়ে দেন। রান ফর ইউনিটিতে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানটি স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে উমাকান্ত একাডেমিতে শেষ হয়।



