গত ২৩ শে অক্টোবর রাত্রিবেলা ডক্টর মৃদুল দাস এর ক্লিনিকে চুরি সংগঠিত হয় এবং মৃদুল দাসের অনেকগুলি দামি জিনিস চুরি করে নিয়ে যায় চোরের দল।পরদিন সকালে ক্লিনিকের কর্মীরা এসে ঘটনাটির প্রত্যক্ষ করে ডাক্তার মৃদুল দাস কে অবগত করেন এবং তৎক্ষণাৎ ডাক্তার মৃদুল দাস সেখানে চলে এসে পূর্ব থানার পুলিশে খবর দেন, ও খবর পাওয়ার সাথে সাথেই পূর্ব থানার এস আই রাজেন্দ্র রিয়াং এর নেতৃত্বে পুলিশ এসে ঘটনার প্রাথমিক তদন্ত করেন এবং ক্লিনিকের জানালার পেছন থেকে মারাত্মক কিছু যন্ত্র উদ্ধার করেন এবং সেগুলিকে সিস করে থানায় নিয়ে আসেন। পরে পুলিশের পক্ষ থেকে ডাক্তার বাবুকে থানায় জিডি এন্ট্রি করার জন্য বলা হয়, করার সাথে সাথে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি তৎপরতার সাথে তদন্ত শুরু করেন এবং নিখুত তদন্ত চালিয়ে প্রকৃত দোষীকে চিহ্নিত করে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন এবং চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করে নিয়ে আসে। এদিন সংবাদমাধ্যমকে ডাক্তার মৃদুল দাস পুলিশের এই তৎপরতা এবং সুষ্ঠ তদন্ত দেখে মনমুগ্ধ হয়ে ‘পুলিশ চাইলে কি পারে না’ এই বাক্যে পুলিশ কর্মীদের প্রশংসায় ভরিয়ে দেন।



