জুয়া বিরোধী অভিযানে সাফল্য পেলো রাজধানীর জিবি আউটপোস্টের পুলিশ। আউটপোস্টের ওসি প্রীতম চাকমার নেতৃত্বে পুলিশ গতকাল রাতে স্থানীয় মেমোরিয়াল ক্লাব প্রাঙ্গণে অভিযান চালায়। দীপাবলি উপলক্ষ্যে এখানে মেলার আয়োজন করা হয়েছিল। আর এই মেলাতেই বসেছিল জুয়ার আসর। খবর পেয়েই ওসি প্রীতম চাকমার নেতৃত্বে পুলিশ জুয়া বিরোধী অভিযানে নামে এবং সাফল্য পায়া। গ্রেপ্তার করা দুই জুয়াড়ি। এছাড়াও উদ্ধার হয় জুয়ার তিনটি বোর্ড। পুলিশী অভিযানের সময় দৌড়ে পালিয়ে যায় আরো তিন জুয়াকারবারি এবং প্রচুর জুয়াড়িয়া। এই ঘটনায় পুলিশ ত্রিপুরা গ্যাম্বলিং অ্যাটে একটি মামলা রুজু করেছে। জানা গেছে, শীঘ্রই বেআইনিজান্তিমুজা এবং তিন ছায়ার বিরুদ্ধে অভিযানে নামারে পুলিশ। এসি প্রীতম চাকমা এলাকার দায়িত্বে আসার পর থেকেই তিনি এলাকার অপরাধ প্রবণতা অনেকটাই কমেছে। প্রতিনিয়ত চলছে জুয়া বিরোধী অভিযান, মদ বিরোধী অভিযান। বিভিন্ন এলাকায় নেশা বিরোধী অভিযান শুরু করেছে পুলিশ। ওসি প্রীতম চাকমা চাইছেন গোটা এলাকা নেশামুক্ত হোক। তাই তিনি বিভিন্ন এলাকায় অপরাধ ও জুয়াগাষ্ঠিীর বিরুদ্ধে অভিযান। জারি রেখেছেন। দুর্গোৎসবের সময়েও গোটা এলাকা ছিল শান্তিপূর্ণ। দীপাবলিতেও ল আউটপোস্ট এলাকায় কোনো অশান্তি নেই। এসি প্রীতম চাকমার নেতৃত্বে এলাকায় সুশাসন কায়েম হয়েছে। তিনি প্রতিনিয়ত রাত্রিবেলা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন এবং এলাকায় শাস্তি সম্প্রীতি প্রতিষ্ঠার ব্যাপকভাবে কাজ করছেন। এলাকাবাসী তার কাজকর্মে ভীষণ খুশি বলে জানা গেছে। জানা গেছে মেমোরিয়াল ক্লাব এলাকায় জনৈক বাবুল সরকার নামের এক ব্যক্তি এখানে জুয়ার আসর বসিয়েছিল। গতকাল পুলিশি অভিযানের সময় তাকে খোঁজ করে পুলিশ। কিন্তু, সে পালিয়ে যায়। মেমোরিয়াল ক্লাব চত্তরে মেলাকে কেন্দ্র করে জুয়ার আসর চালানোর উদ্যোগ নিয়েছিল বাবুল নেতা। তার বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা নিতে পারে বলে খবর। গতকালের অভিযানে জুয়ার তিনটি কোর্ড এবং বেশ কিছু টাকা পয়সা উদ্ধার করেছে পুলিশ।



