Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যনারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন বাঙালি মহিলা সমাজের

নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন বাঙালি মহিলা সমাজের

কুমারঘাটের পর কল্যাণপুর। তারপর কৈলাশহর। গত বৃহস্পতিবারে ধর্ষণের ঘটনা ঘটে আগরতলার সংলগ্ন বনকুমারীতে। মাত্র এক সপ্তাহের মধে পর পর চারটি গণধর্ষণের ঘটনায় মা-বোনদের থেকে শুরু করে গোটা নারীসমাজ তথা রাজ্যবাসী এখন আতংকিত। বর্তমান অবস্থায় যেখানে মেয়েদের প্রকাশ্যে চলাফেরা ও জীবনের নিরাপত্তা নিয়ে অভিভাবক মহল সবাই গভীরভাবে। উৎকণ্ঠিত, শংকিত সেখানে রাজ্য মহিলা কমিশন বিশেষ করে রাজ্যে সুশাসন তত্ত্বের প্রচারক মুখ্যমন্ত্রীর নিরবতার ভুমিকায় গোটা রাজ্যবাসীকে বিস্মিত করেছে। কুমারঘাটের গণধর্ষণের ঘটনায় রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীপুত্র জড়িত। কল্যাণপুর ধর্ষণকাণ্ডেও শাসক দলের জনপ্রতিনিধি যুক্ত। অন্যদিকে চলতি সপ্তাহেই নতুননগরে গুলিকাণ্ডে গুরুতর জখম হয় ২ জন। নলচড়ে এ জনের উপর হয় প্রাণঘাতী হামলা। উল্লেখিত ঘটনাগুলি প্রমান করছে রাজ্যে বর্তমানে আইনশৃঙ্খলা বলে আর অবশিষ্ট কিছু নেই। বস্তুতঃ ক্রাইমগ্রাফে ত্রিপুরা, ইতোমধ্যেই ভারতের অনেক বড় বড় রাজ্যকে টপকে গেছে। লক্ষ্য করার বিষয় হলো, এর পেছনে মূল যে কারণ তা হচ্ছে রাজনৈতিক স্বার্থে বামআমলের মতোই বর্তমান ক্ষমতাসীন দলের নেতামন্ত্রীদের নির্দেশেই প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে অধিকাংশ ক্ষেত্রেই কোন আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না। তাই রাজ্যে দিন দিন নারী ধর্ষণ, খুন ও মাদক পাচারের মতো অপরাধের ঘটনাগুলি বেড়ে চলেছে। বাঙালী মহিলাসমাজ ত্রিপুরা রাজ্যকমিটি নারী ধর্ষণ ও খুনের মতো অপরাধমূলক ঘটনাগুলির মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে গভীরভাবে উধিন। এমতাবস্থায় রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী কাছে দাবীরাখেন, অবিলম্বে নারী ধর্ষণকান্ডে যুক্ত সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করে ফাষ্ট ট্রাক্ কোর্টের মাধ্যমে অতিদ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। । অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তিদানের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ পুরোপুরি বন্ধ করতে হবে। সিনেমা, ভিডিও, বিজ্ঞাপন ও ইউটিউব জাতীয় চ্যানেলে নগ্ননারীদেহ প্রদর্শন ও অশ্লীল বাণিজ্যিক ছবি ও সাহিত্যের প্রচারকঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। । ড্রাগ তথা সমস্ত নেশাজাতীয় দ্রব্য বিক্রী পুরোপুরি নিষিদ্ধ করে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিকল্প ব্যবসা তথা বাঁচার ব্যবস্থা করতে হবে। ভোগবাদ নয়, শিক্ষার পাঠ্যক্রমে নীতি শিক্ষার পাশাপাশি ১০০ শতাংশ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষুভ প্রদর্শন করলেন বাঙালি মহিলা সমাজ এদিন শিবনগর তাদের কার্যালয় সামনে এই বিক্ষো প্রদর্শন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য