শনিবার দুপুরে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ র্যালী সংঘটিত হয়। এদিন এই মিছিল রাজধানীর পোস্ট অফিস চোমূহনী স্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে গনরাজ চোমূহনী স্থিত মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন যুব কংগ্রেসের নেতৃত্বরা সংবাদমাধ্যমের সামনে রাজ্যে গঠিত হওয়া নারী সংক্রান্ত ঘটনা যেমন ধর্ষণ নারী নির্যাতন এসব কর্মকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না ও দোষীদের বিরুদ্ধে কেন কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না তার প্রশ্ন ছুড়ে দেন। সম্প্রতি ঘটে যাওয়া চারটি গণধর্ষণকাণ্ডের মধ্যে একটিতে রাজ্যের মন্ত্রী ভগবান চন্দ্র দাসের পুত্রের নাম উঠে আসার পর কেন মন্ত্রী পুত্রের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা তাছাড়া মন্ত্রী পুত্রকে বাঁচানোর লক্ষ্যে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে যে গল্প শোনাচ্ছেন তাতে কষ্ট যে তিনি মন্ত্রী ছেলেকে এসব ঘটনা থেকে দূরে সরিয়ে নিয়ে মামলা রফাদফা করতে চাইছেন। তাই অবিলম্বে মন্ত্রী ভগবান দাসকে পদ থেকে সরানো নতুবা মুখ্যমন্ত্রী নিজে যেন পদত্যাগ করেন সেই দাবি তোলা হয় প্রদেশ যুব কংগ্রেসের তরফে।



