Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যআগামী ৩০ অক্টোবর ২০২২, আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে "ভাবমূর্তি" শিরোনামে...

আগামী ৩০ অক্টোবর ২০২২, আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ভাবমূর্তি” শিরোনামে একটি রোটারি জেলা পর্যায়ের সেমিনার

বৃহস্পতিবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা। এদিন সংবাদ মাধ্যমকে ক্লাবের সভাপতি জানান প্রায় দুই দশকেরও অধিক সময় যাবত আগরতলা শহর-শহরতলি তথা সমগ্র ত্রিপুরা রাজে নানাবিধ জনকল্যাণকর ও জনসেবামূলক কার্যক্রম সংগঠিত করে আসছে রোটারি ক্লাব অব আগরতলা সিটি। আজ থেকে ঠিক কুড়ি বছর আগে আগরতলা সিটি রোটারি ক্লাব প্রতিষ্ঠিত হয় ত্রিপুরার সর্বপ্রথম রোটারি ক্লাব হিসেবে। এবছর ক্লাবের নানা কর্মসূচী ইতিমধ্যেই চলছে। আগামী ৩০ অক্টোবর ২০২২, রবিবার বিকাল ৪টা থেকে আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ভাবমূর্তি” শিরোনামে একটি রোটারি জেলা পর্যায়ের সেমিনার। মূলত সমাজে রোটারি ক্লাবগুলোর কী অবদান। কী তাদের ভাবমূর্তি বা ইমেজ সেই নিয়ে চুল চেরা আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করাবেন রোটারি, জেলা-৩২৪০ এর বর্তমান গভর্নর ডাঃ কুশনাভ পাবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূতপূর্ব গভর্নর। ২৫০) শ্ৰী সন্দীপ নারাও। বক্তা হিসেবে উপস্থিত থাকতে সম্মত হয়েছেন ভূতপূর্ব গভর্নরথের শ্রী মানস চৌধুরী ও শ্রী শুভাশিস চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত থাকবেন পাবলিক ইমেজ এর জেলা চেয়ারম্যান তৈমুর রাজা চৌধুরী। থাকবেন সহকারি গভর্নর শ্রী শুভব্রত দেব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য