রাজধানীতে আততায়ীদের গুলিতে আহত দুইজন। জানা যায় মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ নতুন বাজার সংলগ্ন সোনার বাংলা ধাবায় পাঁচ ছয় জন যুবক এগরোল খায় এবং পরে টাকা দিয়ে সেখান থেকে চলে গিয়ে বাইকে উঠার প্রস্তুতি নেওয়ার সময় 3-4 রাউন্ড তাদেরকে উদ্দেশ্য করে গুলি চালায় সেগুলির শব্দ শুনে প্রত্যক্ষদর্শী ঘটনার বিবরণ জানতে চাইলেও গুলিতে আহত হওয়া যুবকগুলি সেই পরিস্থিতিতে না থাকায় তাদের ছেলেরা মিলে আহত যুবকদের হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন, এবং এই ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করে পুলিশ এরা হলো উসা বাজার এলাকার বাসিন্দা প্রভাকর ঘোষ বাবার নাম স্বর্গীয় মন্টুলাল ঘোষ ও সন্তোষ দাস বাবার নাম পুলিণ দাস। তাছাড়া এই ঘটনায় ব্যবহৃত দুটি গাড়ি ও আটক করে পুলিশ। এদিন ঘটনাস্থলে যান সদর এইচডিপিও, এয়ারপোর্ট ও পশ্চিম থানার ওসি এবং এডিশনাল এসপি সহ অন্যান্যরা। এদিনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।



