রবীন্দ্রভবনে জাতীয় হেলথ মিশনের আয়োজনে উদযাপিত হল সপ্তম জাতীয় আয়ুর্বেদ দিবস | মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন |সপ্তম জাতীয় দিবস সাড়ম্বরে উদযাপিত হল রবিবার রবীন্দ্রভবনে | 2016 সালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের উদ্যোগে এই দিনটির যাত্রা শুরু হয় | মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন একসময় ভারতীয় নালন্দা , তক্ষশীলা ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে এসব শিক্ষার জন্য সারা বিশ্ব থেকে ছাত্ররা ছুটে আসত | আর এখন ভারতের ছাত্ররা শিক্ষার জন্য বিভিন্ন দেশে ছুটে যায় |মুখ্যমন্ত্রী একটা আশার কথা শুনিয়েছেন যে ইচ্ছে থাকলে এবং চেষ্টা করলে এই রাজ্যেও একটা আয়ুর্বেদিক বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে |ত্রিপুরায় প্রচুর সংখ্যায় ভেষজ গুল্ম এবং উদ্ভিদ রয়েছে |যেগুলো মানুষের অজ্ঞতার কারণে নষ্ট হচ্ছে |তাই রাজ্যবাসী চায় সেই শুভ দিন আসুক |



