Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যনিজ বিধানসভা কেন্দ্রে এম্বুলেন্স প্রদান মুখ্যমন্ত্রীর

নিজ বিধানসভা কেন্দ্রে এম্বুলেন্স প্রদান মুখ্যমন্ত্রীর

রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজ বিধানসভা কেন্দ্রের অধীন পাড়া উপাদান যুব সংস্থাকে নিজ বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প তহবিলের অর্থ থেকে অ্যাম্বুলেন্স প্রদান করেন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে নিজ এলাকার এই ক্লাবকে অ্যাম্বুলেন্স প্রদান করতে পেরে খুশির ব্যক্ত করেন এবং এই ক্লাবের সম্পাদক ও সভাপতির দায়িত্বে থাকাকালীন নিজ অভিজ্ঞতা ব্যক্ত করেন। পাশাপাশি এই অ্যাম্বুলেন্স যেন শুধু এলাকার কাজে ব্যবহৃত না হয়ে অন্যপ্রান্তেও সাহায্যের জন্য এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানান।তাছাড়া এদিন মুখ্যমন্ত্রী এম্বুলেন্সের মেনটেনেন্স নিয়ে বলতে গিয়ে বলেন, মেইন্টেনেন্স যেন সঠিকভাবে হয় ড্রাইভার নেই তেল নেই এসব অজুহাত দেখিয়ে যেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এড়িয়ে না যায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার কথা বলেন। তার পাশাপাশি বিগত সাড়ে চার বছরে এবং টেট উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের চাকরি প্রদান ও নতুন করে স্বরাষ্ট্র দপ্তরের অধীন প্রায় সাড়ে ছয় হাজার নতুন চাকরির ব্যবস্থার কথাও তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য