Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যনির্বাচনের ঢাকে কাঠি দিয়েছে প্রধান বিরোধী দল সিপিআইএম, দেখালো শক্তি মহড়া

নির্বাচনের ঢাকে কাঠি দিয়েছে প্রধান বিরোধী দল সিপিআইএম, দেখালো শক্তি মহড়া

শুক্রবার রাজধানীর বিবেকানন্দ ময়দানে শক্তির মহড়া দেখিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এবং ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ। এদিন সারা রাজ্য থেকে জাতি ও উপজাতি উভয় অংশের লোকের সমাগমে রাজধানীর বিবেকানন্দ ময়দান হয়ে উঠে লালে লাল। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার সিপিএম পুলিটব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সীতারাম ইয়েচুরি বক্তব্য রাখতে গিয়ে বলেন হিংসার রাজনীতি করছে অ্যান্ড্রয়েড কেন্দ্রের ভাজপা। গণতন্ত্রকে ধ্বংস করে একের পর এক রাজ্য জয় করে নিতে চাইছে। তীব্র গণআন্দোলন গড়ে তুলতে হবে এই দলটির বিরুদ্ধে বললেন। তাছাড়া এদিন সিপিআইএম পলিটব্যুরো সদস্য সিতারাম ইয়েচুরি আরও বলেন , হিংসার রাজনীতিতে ব্যস্ত বিজেপি দল। তাছাড়া এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের নেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, পৃথক তিপরা ল্যান্ড গঠনের নাম করে নতুন করে রাজনৈতিক দল গঠন হয়েছে রাজ্যে। যারা একসময় টিএনবি,টিইউজি করত তারাই এখন পৃথক ত্রিপুরার দাবি তুলছে। পাশাপাশি এদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, গত 55 মাসে গণতন্ত্রকে শ্মশানের কিনারায় নিয়ে গিয়েছে বিজেপি দল। হরণ করেছে মানুষের বাঁচার অধিকার। এদিনের সমাবেশকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য