Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যস্বরাষ্ট্র দপ্তরের অধীনে স্পেশাল এক্সিকিউটিভদের সাম্মানিক ভাতা হবে মাসিক ১১ হাজার টাকা

স্বরাষ্ট্র দপ্তরের অধীনে স্পেশাল এক্সিকিউটিভদের সাম্মানিক ভাতা হবে মাসিক ১১ হাজার টাকা

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি তুলে ধরেন। তিনি জানান, রাজ্য নির্বাচন দপ্তরে ১৮ জন জুনিয়র কম্পিউটার অ্যাসিস্টেন্ট পদে লোক নিয়োগ করা হবে। এই পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং ১ বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা হতে হবে এবং বাংলা ও ইংরেজিতে ডাটা এন্ট্রির অভিজ্ঞতা থাকতে হবে। তিনি জানান, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে যে ৬,০৬৭ জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে তাদের সাম্মানিক ভাতা মাসিক ১১ হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ। সাম্মানিক ভাতা প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকারের বার্ষিক ৮২ কোটি টাকা ব্যয় হবে বলে তথ্যমন্ত্রী জানান। তিনি জানান, স্বাস্থ্য দপ্তরের অধীনে ৮ জন ফুড সেফটি অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। পূর্ত দপ্তর সহ বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ এখন থেকে কম্বাইন্ড কম্পিটেটিভ পরীক্ষার মাধ্যমে করার সিদ্ধান্ত আজকের মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে। আগে পূর্ত দপ্তর সহ বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়ারদের ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মাধ্যমে নিয়োগ করা হতো৷ তিনি জানান, ত্রিপুরা হেলথ সার্ভিসের জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার ক্যাডারের সংখ্যা ১,৪৮০ থেকে বাড়িয়ে ২,১৭০ করা হয়েছে। পাশাপাশি এই সংখ্যাকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বর্ধিত ৬৯০টি মেডিক্যাল অফিসার ক্যাডারের মধ্য থেকে স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট এই দুটি স্ট্রাকচারে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। এরমধ্যে স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার নিয়োগের ক্ষেত্রে এমডি / এমএস অথবা ডিএনবি যোগ্যতা থাকতে হবে এবং সুপার স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার নিয়োগের ক্ষেত্রে ডিএম অথবা এমসিএইচ যোগ্যতা থাকতে হবে। তিনি জানান, স্বাস্থ্য দপ্তরে গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি’র বিভিন্ন টেকনিক্যাল পদে নিয়োগের জন্য আজ মন্ত্রিসভার বৈঠকে ৬ সদস্য বিশিষ্ট হেলথ সিলেকশন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হবেন স্বাস্থ্য দপ্তরের সচিব এবং জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা।তথ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবারের প্যাকেট প্রদানের লক্ষ্যে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের ২৪টি আইসিডিএস প্রকল্পকে পাইলট প্রজেক্ট হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাসের জন্য এই পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে। তাতে রাজ্য সরকারের ৬ কোটি টাকা ব্যয় হবে। গর্ভবতী মায়েরা যারা পুষ্টিকর খাদ্য গ্রহণ থেকে বঞ্চিত ছিল তাদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য