Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যবর্তমান সরকার শ্রমিকদের প্রাপ্য মর্যাদা ও সম্মান দিচ্ছে : মুখ্যমন্ত্রী

বর্তমান সরকার শ্রমিকদের প্রাপ্য মর্যাদা ও সম্মান দিচ্ছে : মুখ্যমন্ত্রী

শ্রমিকরাই দেশ তৈরীর আসল কারিগর। বর্তমান সরকার শ্রমিক দরদি সরকার। বর্তমান সরকার শ্রমিকদের প্রাপ্য মর্যাদা ও সম্মান দিচ্ছে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প ২.০’র উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প ২.০ উপলক্ষে প্রকাশিত একটি পুস্তিকার আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, বর্তমান রাজ্য সরকার শ্রমিকদের কল্যাণে আন্তরিক। রাজ্যে শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। তিনি বলেন, অন্যান্য রাজ্যের ন্যায় ত্রিপুরাতেও অনেক দক্ষ শ্রমিক রয়েছে। আগে তাদের মূল্যায়ণ করা হত না। বর্তমান সরকার মানব দরদি, শ্রমিক দরদি সরকার। এই সরকার শ্রমিকের মূল্যায়ণ করতে জানে। তিনি বলেন, আগে শ্রমিক, মালিক বিরোধ সংস্কৃতি কায়েম ছিল। এখন সেই সংস্কৃতির নিরসন হয়েছে। তিনি বলেন, শ্রমিক ছাড়া যেমন মালিক বাঁচা সম্ভব নয় তেমনি মালিকও শ্রমিকের উপর নির্ভরশীল। তারা একে অপরের পরিপূরক। মুখ্যমন্ত্রী বলেন, আগে শ্রমিক আন্দোলনের নামে মিছিল মিটিং কায়েম ছিল। যা বর্তমান সরকারের সময়ে অবসান করা হয়েছে। তিনি বলেন, এই সরকারের সময় চাদা সংস্কৃতির সমাপ্তি ঘটেছে। এখন শ্রমিকদের প্রাপ্য টাকা তাদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি-এর মাধ্যমে পৌঁছে যাচ্ছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত শ্রমিকদের কল্যাণে নুতন নুতন পরিকল্পনা গ্রহণ করছে। রাজ্যের বর্তমান সরকারও সেই চিন্তাধারাকে সঙ্গে নিয়ে শ্রমিক কল্যাণে চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা থাকা প্রয়োজন। মুখ্যমন্ত্রী সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে রাজ্যের প্রান্তিক এলাকার জনগণের কাছে পৌছানোর লক্ষ্যে সরকারের প্রতি ঘরে সুশাসন অভিযানের প্রসঙ্গও তুলে ধরেন। অনুষ্ঠানে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, রাজ্যের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। নির্মাণ শ্রমিকদের কল্যাণে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প ২.০’র সূচনা হল। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরই শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। এই সরকার স্লোগানে নয় কাজে বিশ্বাসী। তিনি বলেন, রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রত্যেকটি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা আনা হয়েছে। আগামীতে শ্রমিকরা যাতে আরও বেশী পরিমাণে সুযোগ সুবিধা পেতে পারে সেই বিষয়ে সরকার উদ্যোগী রয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত শ্রমিক সুবিধাভোগীদের হাতে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প ২.০’র প্রাপ্ত চেক তুলে দেন। পাশাপাশি আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে একটি লেবার সেস কালেকশন ওয়েব পোর্টালের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রম দপ্তরের সচিব অভিষেক সিং। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা বিল্ডিং এন্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কাস ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান তথা বিধায়ক বিণয়ভূষণ দাস। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন শ্রম দপ্তরের কমিশনার ড. নরেশ বাবু এন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য