মঙ্গলবার আগরতলার কৃষ্ণনগর স্থিত বিজেপির দলীয় কার্যালয় এস টি মোর্চার পক্ষ থেকে হক সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেপতি ত্রিপুরা। সাংবাদিক সম্মেলনে সংসদ ত্রিপুরা বলেন টিটিএডিসিতে বর্তমানে তিপ্রা মথা প্রশাসন চলছে,তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বাম আমলের ২৫ বছরের অপশাসনের কথাও বলেছেন। ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ ও টি টি এডিসি এলাকার সাধারণ জনগণ ভেবেছিলেন এবার তাদের সুদিন এসেছে কিন্তু দেড় বছর ক্ষমতায় অসিন হওয়ার পরও টিটিএডিসির যে চিত্র ধরা পড়েছে তা খুবই নিন্দনীয় ও ভয়াবহ এবং জনজাতিদের জন্য যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তা একটাও বাস্তবে পরিণত হয়নি বলে অভিযোগ করেন পাশাপাশি তিনি আরো বলেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার থেকে টিটি এডিসিকে যে টাকা দেওয়া হয়েছে তার হিসাব নিকাশ দেওয়ার জন্য দাবি জানিয়ে আগামীকাল রাজ্যের রাজ্যপালের কাছে বিজেপি জনজাতী মোর্চার পক্ষ থেকে স্মারকলিপি তুলে দেবেন বলে জানান তিনি।



