সোমবার সকাল 9 টা নাগাদ খোয়াই থানাধীন হাতকাটা বাজার সংলগ্ন সাতটি গোডাউন সহ একটি বসতঘর পুড়ে ছাই। ক্ষয়ক্ষতির পরিমাণ 50 লক্ষাধিক টাকারও বেশি। ঘটনার বিবরণে জানা যায় হাত কাটা বাজার সংলগ্ন সঞ্জয় কুমার দেব বেশ কয়েকটি দোকান ভিটি তৈরি করে বাড়ির সামনে। ওই ভিটি গুলি ভাড়া দিয়েছিলেন হাতকাটা বাজারের কয়েকজন ব্যবসায়ীদেরকে। ওই ব্যবসায়ীরা দোকান ভিটি গুলিকে তাদের গোডাউন হিসেবে ব্যবহার করত এবং তাদের সমস্ত মাল গুলি গোডাউন এর মধ্যে মজুদ রাখতেন। সোমবার দিন সকাল 9 টা নাগাদ প্রথম দোকান খুলে সাতটি দোকানের মধ্যে একটি জেরক্স এর দোকানটি মালিক হল নাম পংকজ সরকার। এলাকা সূত্রে জানা যায় এই জেরক্স এর দোকান থেকেই আগুনের সূত্রপাত এছাড়া এক বিশেষ সূত্রে এও জানা যায় এই জেরক্সের দোকানে পেট্রোল বিক্রি করা হতো এবং সেখানে প্রচুর পেট্রোল মজুত রাখা ছিল। সেই পেট্রোল থেকেই কোন না কোনভাবে আগুনের সূত্রপাত হতে পারে বলে এলাকাবাসীর ধারণা। তবে দেখা গেছে বেশিরভাগ দোকানগুলি ছিল হার্ডওয়ারের দোকান যখানে প্রচুর পরিমাণে রং থাকে এই রঙ গুলি আগুনের স্পর্শ আসলে আরো বেশি করে জ্বলে ওঠে। এছাড়া দোকান ঘর গুলি ছিল টিন দিয়ে তৈরি করা যার ফলে আগুন লাগার সাথে সাথেই কাগজের মত পুড়ে যায় গোডাউন গুলি। যদিও খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের লোকেরা ঘটনাস্থলে আসেন ততক্ষণে আগুনের লেলিহান শিখায় সবগুলো দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নি নির্বাপক দপ্তরের তৎপরতায় দোকান ঘরের মালিক সঞ্জয় কুমার দেবের টিনের ঘরটি অল্পের জন্য রক্ষা পায়। সবগুলোই ঘর ছিল পাশাপাশি। এরমধ্যে দোকান ঘরের মালিক সঞ্জয় কুমার দেবের এক ভাগ্নে অজয় দেব উনার বাড়িতে থাকতেন। মালিক জানান ভাগ্নের বাড়ি এই এলাকাতেই ভাগ্নের বাড়িতে কাজ চলছিল তাই কিছুদিনের জন্য সঞ্জয় কুমার দেবের বাড়ির একটি ঘরে থাকতো সেই ঘরটিও পুড়ে ছাই। সেই ঘর থেকে এক টুকরা জিনিসও বের করতে পারিনি অজয় দেব। শুধু তাই না বিধ্বংসী আগুনের লেলিহান শিখার উষ্ণতায় অজয় দেবের ঘরের বারান্দায় দুটি পালিত খরগোশ খাঁচার মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় যাহা ছিল বীভৎস দৃশ্য। এই বিধ্বংসী আগুনের যাদের যাদের ক্ষতি হয়েছে এরা হলেন একই পরিবারের তিন ভাইয়ের গোডাউন ছিল তপন শুক্ল বৈদ্য হার্ডওয়ারের গোডাউন, আরেক ভাই স্বপন শুক্লবৈদ্য রঙের গোডাউন, অন্যজন তরুণ শুক্লবৈদ্য ওনার ও হার্ডওয়ারের গোডাউন, দীপক পালের ভুসিমালের গোডাউন, মৃদুল পালেরও ভুসিমালের গোডাউন, পঙ্কজ সরকারের জেরক্স এর দোকান যে দোকান থেকে আগুনের সূত্রপাত, শিপ্রা শীলের বিউটি পার্লার সহ দোকান ভিটি গুলির মালিক সঞ্জয় কুমার দেবের একটি ঘর যে ঘরে উনার ভাগ্নে অজদেব থাকতেন সব মিলিয়ে সাতটি দোকান ও একটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক প্রশান্ত কুমার দেব বর্মা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে যান এরপর সিপিএম দলের এই এলাকার প্রাক্তন বিধায়ক পদ্ম কুমার দেববর্মাও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলেন। এই বিষয়ে পুড়ে যাওয়া গোডাউন গুলির সমস্ত দোকানদারদের সাথে কথা বললে ওরা জানান তাদের সবার মিলে ন্যূনতম 50 লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও কোন গোডাউনের ইন্সুরেন্স ছিলনা। যদি থাকতো তাহলে ক্ষয় ক্ষতির হাত থেকে কিছুটা রক্ষা পেত। আগুন লাগার বিষয়টি কে নিয়ে পুলিশ তদন্ত করছে যে আসল রহস্য কি?ও কোথায় থেকে আগুন লাগল।



