ফার্মাসিস্ট বেকারদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। গত বছর ৪১০ জন ফার্মাসিস্ট নিয়োগের ঘোষণা হয়েছিল মন্ত্রিসভার বৈঠক শেষে। এখনো কোন নোটিফিকেশন জারি হয়নি। এলোপ্যাথিক হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, ফার্মাসিস্টারা নিয়োগের দাবিতে বহুবার আন্দোলন করেছে। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছে কিন্তু তা সম্ভব হয়নি। অবশেষে খুব প্রকাশ করে আধিকারিকদের সাথেও দেখা করেছে তারা। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ১৫ দিনের সময় বেঁধে দিয়ে। সেই ১৫ দিন ও পার হয়ে গেল কিন্তু এখনো নিয়োগ হয়নি তাদের। রবিবার আগরতলার প্রেস ক্লাবে আনএমপ্লয়েড ফার্মাসিস্ট এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ফার্মাসিস্টরা



