Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর দ্বারা উদ্বোধন হলো ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং...

ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর দ্বারা উদ্বোধন হলো ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের

রবিবার ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট (ডিবিএউ) চালু করা হয়েছে আজ। দেশের প্রতিটি কোণায় ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সুবিধা পৌঁছে দিতে এই ডিবিইউগুলি হচ্ছে। সব ক’টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। ১১টি সরকারি ব্যাঙ্ক, ১২টি বেসরকারি ব্যাঙ্ক ও একটি ছোট এই আর্থিক সংস্থা এই উদ্যোগে অংশ নিয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ব্যাংকের আধিকারিকগণ। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন এই দুটি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের একটি হচ্ছে আগরতলার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অপরটি উদয়পুরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ডিবিইউ-গুলি মানুষকে বিভিন্ন ধরনের ডিজিটাল ব্যাঙ্কিং সুবিধা প্রদান করবে যেমন সেভিংস অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক, পাসবুক প্রিন্ট করা, ফান্ড ট্রান্সফার, ফিক্সড ডিপোজিট ইনভেস্টমেন্ট, লোন অ্যাপ্লিকেশন, ক্রেডিট বা ডেবিট কার্ডের জন্য আবেদন এবং বিল ও ট্যাক্স পেমেন্ট। এমনকী ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট থেকে ঋণের জন্য আবেদন করা সম্ভব হবে বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য