Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যআন্দোলনে নামছেন আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনগুলো সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তারা

আন্দোলনে নামছেন আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনগুলো সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তারা

কয়েকদিন পর সড়ক অবরোধের নামে আন্দোলনের ঘোষণা দিয়ে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনগুলো। শুক্রবার এক সংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। আবারও বঞ্চিত প্রত্যাবর্তন আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক অমৃত রেয়াং আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে জাতীয় সড়ক অবরোধের হুমকি দিয়েছেন। তিনি বলেন, ৯ দফা দাবিতে দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন কর্মসূচি চলছে। কিন্তু এখনো এ দাবির সুরাহা হয়নি। তাই ৩০ অক্টোবরের মধ্যে দাবির নিষ্পত্তি না হলে আগামী ৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য চম্পকনগর চন্দ্র সাধুপাড়ায় জাতীয় সড়ক অবরোধ করবে কারণ তারা বহু বছর ধরে বঞ্চিত। তারা চারবার মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এবং তারা আরো বলেন, সরকার তাদের সাথে প্রতারণা করছে। কারণ যতবারই আন্দোলনের ঘোষণা দেওয়া হয়, ততবারই তাদের সচিবালয় বা মন্ত্রীর চেম্বারে ডেকে স্বাক্ষর করে দেখানো হয় যে দাবি মেনে নেওয়া হয়েছে। বাস্তবে ডাবল ইঞ্জিনের সরকার কোনোটাই পূরণ করছে না। তাই এবার তারা কোনো মন্ত্রী বা সরকারের সঙ্গে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছেন এবং সময়সীমা বেঁধে দিতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। এমনকি তারা আন্দোলনে বসলে যেকোনো রাজনৈতিক দল এসে তাদের সমর্থন দেবে বলেও জানান তিনি। তবে সংগঠনটির নাটক মঞ্চ কতদূর বিস্তৃত হয় সেটাই দেখার বিষয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য