Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যত্রিপুরা সফর আমার উত্তর পূর্বাঞ্চলের প্রতি অনুরাগের প্রতীক : রাষ্ট্রপতি

ত্রিপুরা সফর আমার উত্তর পূর্বাঞ্চলের প্রতি অনুরাগের প্রতীক : রাষ্ট্রপতি

ভারত আজ বিশ্বের মধ্যে পঞ্চম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে আত্ম প্রকাশ করেছে। ২০২৫ সালের মধ্যে দেশ ৫ বিলিয়ন ডলার ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রের স্বীকৃতি পাবে বলে আশা করা হচ্ছে। এই কাজে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চল এক বিরাট ভূমিকা নেবে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে ভার্চুয়াল পদ্ধতিতে ক্যাপিটেল কমপ্লেক্সস্থিত বিধায়ক আবাসের উদ্বোধন ও অন্য ৭টি প্রকল্পের শিলান্যাস করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম একথা বলেন। রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর দেশের বিভিন্ন রাজ্য সফরের শুরুতেই ত্রিপুরায় আসতে পেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সন্তোষ ব্যক্ত করে বলেন, এই সফর উত্তর পূর্বাঞ্চলের প্রতি তাঁর অনুরাগের প্রতীক। রাষ্ট্রপতি বলেন, শিক্ষাক্ষেত্রে ত্রিপুরায় প্রভূত উন্নতি হয়েছে। স্বাক্ষরতার সাফল্য অর্জনের ক্ষেত্রেও দেশের অগ্রণী রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা অন্যতম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং পড়তে ত্রিপুরায় আসেন। আজ এখানে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করতে পেরে সন্তোষ ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, এই বিশ্ববিদ্যালয়টি শুধু উত্তর-পূর্বাঞ্চল নয় সমগ্র দেশেই আইন বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি বলেন, দেশের যুব সম্প্রদায় তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে ইতিমধ্যেই অনেক সাফল্য অর্জন করেছে। আগরতলার ট্রিপল আইটি আগামী দিনের জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে তথ্য ও প্রযুক্তির শিক্ষার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা নেবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, দেশের অগ্রগতি ও বিকাশের জন্য শুধু উচ্চশিক্ষা নয় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। বিদ্যা জ্যোতি মিশন প্রকল্পের উল্লেখ করে এই প্রকল্প শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি বলেন, আজ দেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রেই দেশের নাম উজ্জ্বল করছেন। মেয়েরা এগিয়ে গেলে সমাজের ও দেশের বিকাশ ত্বরান্বিত হবে। তিনি বলেন, ত্রিপুরা তথা উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলের সড়ক, বিমান ও রেল যোগাযোগের উন্নতিতে যে কাজ চলেছে তা এই অঞ্চলের উন্নয়নে আরও সহায়ক হবে। এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের বিকাশেও গতি আসবে। আগামীকাল তিনি যে দুটি ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন এতেও উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ত্রিপুরার ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গুরুদেবের সঙ্গে রাজ পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তৎকালীন সময়ে রাজ্য সফরে এসে বিশ্বকবি বেশ কয়েকবারই পুষ্পবন্ত প্রাসাদে থেকেছেন। পুষ্পবন্ত প্রাসাদের মিউজিয়ামের শিলান্যাস রাজ্যের চিরাচরিত সংস্কৃতিকে সুদৃঢ় করার ক্ষেত্রে এক বিরাট ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য