জলে ডুবে মৃত্যু হল চার বছরে এক শিশু।নাম জান্নাত আক্তার ঘটনা সোনামুড়া থানা দিন সীমন্ত পুর গ্রাম পঞ্চায়েতের ৫ নাম্বার ওয়ার্ডের বুকজুড় এলাকায়, মা-বাবার অজান্তে পাশের বাড়ির পুকুরে নেমে যায় মেয়েটি। চার বছরের শিশু কন্যা তার নাম জান্নাত আক্তার। একেবারে ছোট মেয়ে সাঁতার সম্পর্কে অভিজ্ঞতা নেই, পুকুরের মধ্যে জলে নড়াচাড়া করতে দেখে পাশের বাড়ির লোকজন দেখে চিৎকার করে তাকে পুকুর থেকে তুলে নিয়ে প্রথমে ধনপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়,কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য,সেখান থেকে তাকে মেলাঘর হাসপাতালে পাঠানো হলে হাসপাতালে কর্তরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।মেয়েটির বাবার নাম জহির হোসেন সে পেশা আইসক্রিম বিক্রি করে।মা ফাতেমা বেগম।এই শিশুটির মৃত্যু ঘিরে পুরো এলাকা জুড়ে সুখের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে কথা বলতে গিয়ে শিশুটির মামা বলেন
।



