Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যএকই রাতে পর পর একাধিক দোকানে নিশিকুটুম্বদের হানা,প্রশাসনের ভূমিকায় প্রশ্ন চিহ্ন

একই রাতে পর পর একাধিক দোকানে নিশিকুটুম্বদের হানা,প্রশাসনের ভূমিকায় প্রশ্ন চিহ্ন

শারদীয়া দুর্গোৎসবের ঠিক প্রাক্ লগ্নে বক্সনগর চৌমুহনী এলাকায় পরপর তিনটি দোকানে হানা দিয়ে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় নিশিকুটুম্বের দল। যে ঘটনায় ব্যবসায়ী মহলে অনেকটা হতাশার ছাপ লক্ষ্য করা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতে বক্সনগর চৌমুহনী এলাকার জনৈক আবদুল মোতালেবের টাইলস এর দোকানে এবং তার সাথে থাকা অপু দেবনাথের মেকানিকের দোকান সহ নান্টু সাহার ফলের দোকানে হানা দেয় চোরের দল। হানা দিয়ে আবদুল মোতালেবের দোকান থেকে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল সহ নগদ কিছু অর্থ এবং অপু দেবনাথের দোকান থেকে কিছু সরন্জার সহ প্রায় ছয় হাজার টাকা এবং নান্টু সাহার ফলের দোকান থেকে কিছু ফল নিয়ে পালিয়ে যায় নিশিকুটুম্বের দল। তবে এই ঘটনায় ব্যবসায়ী মহলে অনেকটাই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও বর্তমান সময়ে চলছে শারদীয়া দূর্গা উৎসব। আর এই উৎসবের প্রাকমুহুর্তে ব্যবসায়ী মহলে অনেকটাই হতাশার ছাপ লক্ষ্য করা যায় বক্সনগরে। উল্লেখ্য; বক্সনগরে সম্প্রতি এক-দু মাসের মধ্যে বেশ কয়েকটি চুরির ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু সেই সমস্ত চুরির ঘটনার একটিরও আজ পর্যন্ত কোনো চোরকে গ্রেপ্তার করতে পারেনি স্থানীয় কলমচৌড়া থানা প্রশাসন ফলে যেই ভূমিকায় থানা। ফলে প্রশাসনের এমন ভুমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। তবে যেই দোকান গুলোতে চুরির কান্ড ঘটে ছিল, সেই গুলো স্থানীয় কলমচৌরা থানা থেকে ঢিল ছোড়া দূরত্ব মাত্র। তা সত্ত্বেও প্রশাসনের এমন গাফিলতির কারন নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ব‍্যবসায়ী মহলে। তবে সম্প্রতি কিছুদিন পূর্বেও কলমচৌড়া থানার গেইট সংলগ্ন জনৈক সফিউল বাশারেরও হোটেলে গভীর রাতে হানা দিয়ে একটি ল্যাপটপ সহ বেশ কিছু নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পরবর্তীকালে এই ঘটনায় হোটেল মালিক কে ডেকে নিয়ে কলমচৌড়া থানার বড়বাবু অনুরোধ জানিয়েছিলেন বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য। তিনি বিষয়টি দেখবেন। কিন্তু ওসি বাবুর মিথ‍্যা আশ্বাস আশ্বাসই রয়ে গেল। তবে থানা প্রশাসনের একপ্রকার দুর্বলতার কারনে যে বক্সনগরে চুরির ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য