আমাদের জাতির জনক মহাত্মাবগান্ধীজির ১৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কৃতজ্ঞ চিত্তে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী নীজ পক্ষ থেকে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রতি বছর ২রা অক্টোবর গান্ধী জন্মজয়ন্তী শুধুমাত্র ভারতেই শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়না, সারা বিশ্বজুড়ে মহাত্মা গান্ধীজির জন্মজয়ন্তী পালন করা হয়। আজও গান্ধীজি সমস্ত মানবতার জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে রয়ে গেছেন। তাঁর জীবন কাহিনী সমাজের দুর্বল শ্রেণীর মানুষকে শক্তি এবং ক্ষমতা জোগায়। তাঁর সত্য, অহিংসা এবং ভালবাসার বার্তা সমাজে সম্প্রীতি ও সাম্যের বার্তা বয়ে নিয়ে আসে, যা বিশ্ব কল্যাণের পথকে প্রশস্ত করে। আজকের দিনেও গান্ধীজির মূল্যবোধগুলি আগের মতোই প্রাসঙ্গিক এবং ভবিষ্যতেও তাই থাকবে। এই গান্ধী জয়ন্তীতে সকলের মনে জেগে থাকুক সত্য, অহিংসা ও ভ্রাতৃত্ববোধের চেতনা। বাপু এবং তাঁর দেওয়া শিক্ষা সবসময় আমাদের শান্তি ও ভ্রাতৃত্বের জন্যে লড়াই করার সাহস প্রদান করুক।



