Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যমায়ের গমন অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে বৈঠকে মিলিত...

মায়ের গমন অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে বৈঠকে মিলিত হলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী

শনিবার সচিবালয়ে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর অফিস কক্ষে প্রশাসনের উর্ধ্বতন আধিকারিকদের নিয়ে আগামী ৭ই অক্টোবর রাজধানী আগরতলায় অনুষ্ঠিতব্য মায়ের গমন (বর্ণাঢ্য_কার্নিভ্যাল) অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। গোটা অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য গৃহীত সকল ধরণের ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেন মন্ত্রী। অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোনও ধরণের খামতি কিংবা ফাঁকফোকর যাতে না থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। আজকের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত,তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী,ত্রিপুরা পুলিশের ইন্সপেক্টর জেনারেল (অ্যাডমিনিস্ট্রেশন) অরিন্দম নাথ, আগরতলা পুর নিগমের মিউনিসিপাল কমিশনার শৈলেস যাদব, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন,অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক বি.কে.রায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, সদর মহকুমার মহকুমা শাসক অরূপ দেব, বিশিষ্ট লেখক/সাহিত্যিক বিকাশ রায় দেববর্মা, বরিষ্ঠ সাংবাদিক মানস পাল, বিশিষ্ট সমাজসেবী তাপস রায় সহ উক্ত অনুষ্ঠানটির সাথে সম্পৃক্ত অন্যান্য আধিকারিকগণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য