শুক্রবার মহা পঞ্চমীর পূর্ণ তিথিতে এডি নগর ৩৯ নং ওয়ার্ডের এমবিআরসি ক্লাবের উদ্যোগে এলাকার গরীব অংশের মানুষের মধ্যে বস্ত্রদান কর্মসূচি পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি অলক রায়সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার গরীব অংশের মানুষরা যেন দুর্গাপূজার এই কয়েকটা দিন যেন ভালোভাবে কাটাতে পারে সেদিকে লক্ষ্য রেখে ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সকল রাজ্যবাসীর প্রতি শারদীয়া উৎসবের অভিনন্দন জ্ঞাপন করেন। এই দিনের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।



