রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের উষ্ণীষে সংযোজিত হলো আরও একটি পালক। রাজ্য সরকারের শিক্ষা সম্প্রসারণের অসামান্য প্রচেষ্টার ফলশ্রুতিতে পানিসাগরে আজ শুভ দ্বারোদঘাটন সম্পন্ন হলো আরও একটি সরকারি ডিগ্রি কলেজের। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত সরকারি ডিগ্রী কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন এই কলেজ স্থাপনার মাধ্যমে পানিসাগর সহ সংলগ্ন অঞ্চলের উচ্চশিক্ষার্থীদের ধর্মনগর বা অন্য কোনো কলেজে গিয়ে পড়তে হবে না। রাজ্য সরকার বিদ্যালয় শিক্ষার সাথে সাথে উচ্চশিক্ষাকেও রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে সহজলভ্য করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে।এদিনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপ-অধ্যক্ষ শ্রী বিশ্ব বন্ধু সেন, মাননীয় জেলা সভাধিপতি, বিধায়ক শ্রী বিনয় ভূষণ দাস,বিধায়িকা শ্রীমতি মলিনা দেবনাথ সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ।



