Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যত্রিপুরা রাজ্যের পর্যটন কেন্দ্রের দিন দিন উন্নয়ন হচ্ছে- প্রনজিৎ সিংহ রায়

ত্রিপুরা রাজ্যের পর্যটন কেন্দ্রের দিন দিন উন্নয়ন হচ্ছে- প্রনজিৎ সিংহ রায়

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সরকারি উদ্যোগে আগরতলা বিমানবন্দরে চালু হলো প্রিপেইড অটো ও ট্যাক্সি পরিষেবা। এদিন এই পরিষেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন এখন থেকে যাত্রীরা বিমানবন্দর থেকেই সরকারি ভাবে ধার্য করা ভাড়া দিয়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। তাছাড়া এই দিন তিনি আরো বলেন এই প্রিপেইড অটো পরিষেবা অনেক আগে চালু করার কথা থাকলেও বিভিন্ন কারনে তা করা সম্ভব হয়নি বলে, পাশাপাশি তিনি জানান প্রিপেইড অটো পরিষেবার ক্ষেত্রে অটোর ভাড়ার তালিকা অটোতে দেওয়া রয়েছে। যে কেউ তা দেখতে পারে। তারপর তিনি দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন অটো ভাড়ার চার্ট বিভিন্ন স্থানে লাগিয়ে দেওয়ার জন্য। যাতে করে সকলে দেখতে পারে এবং জানতে পারে ও ত্রিপুরা রাজ্যের পর্যটন কেন্দ্র গুলি দিন দিন উন্নয়ন হচ্ছে, যার ফলে ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলো অনেক বেশি উন্নয়নের দিকে এগিয়ে চলেছে বলে অভিমত ব্যাক্ত করেন।এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাসসহ পরিবহন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য