Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যরাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে অন্যতম অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার- মুখ্যমন্ত্রী

রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে অন্যতম অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার- মুখ্যমন্ত্রী

মঙ্গলবার আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে উত্তর জেলার কদমতলা থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে অন্যতম অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার। এরই অংশ হিসেবে থানাগুলির উন্নয়নে বিশেষ নজর দিয়েছে সরকার। জনসাধারণের সার্বিক নিরাপত্তার জন্য থানা খুবই জরুরি। তবে সেটা যাতে প্রকৃত অর্থে মানুষের সেবামূলক কাজে নিয়োজিত থাকে। দেখতে হবে থানা যাতে মানুষের কাছে অহেতুক আতঙ্কের কারণ না হয়ে দাঁড়ায়। থানা পুলিশের কাছে গেলে মানুষ যাতে ন্যায় বিচার পায় সেটা নিশ্চিত করতে হবে। রাজ্য সরকার চায় মানুষের আস্থা অর্জনের। তাই পুলিশকেও সেভাবে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য