রাজ্যের যে কোনও স্থানে নতুন থানা স্থাপনের ক্ষেত্রে সেই স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি , বর্তমান থানা থেকে সেই স্থানের দূরত্ব এই সব বিষয় বিবেচনা করা হয় । আজ বিধানসভার দ্বিতীয়ার্ধে বিধায়ক মলিনা দেবনাথের আনীত দৃষ্টি আকর্ষণী নোটিশের উত্তরে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহা । দৃষ্টি আকর্ষণী নোটিশটি ছিল ‘ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে একটি থানা স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে ” । মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহা জানান , যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে মোট ৩ টি গ্রাম পরিষদ ও ১৭ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত । মোট জনসংখ্যা প্রায় ৭৫ হাজার বর্তমানে এই সকল গ্রাম পঞ্চায়েত ও গ্রাম পরিষদগুলি ধর্মনগর , পানিসাগর থানার অধীন । খানাগুলি থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও গ্রাম পরিষদগুলির দূরত্ব ১২-১৩ কিলোমিটার । তাছাড়াও ধর্মনগর থানার অধীনে আনন্দবাজার এলাকায় একটি এসপিও ক্যাম্প রয়েছে । যেখান থেকে ঐসকল এলাকায় নিয়মিত টহল দেওয়া হয় । এছাড়াও ধর্মনগর থানার অধীন বৈথংবাড়িতে একটি বিএসএফ ক্যাম্পও রয়েছে । মুখ্যমন্ত্রী জানান , এখন যুবরাজনগর বিধানসভা কেন্দ্র এলাকায় কোনও থানা স্থাপনের সরকারি কোনও উদ্যোগ না থাকলেও প্রয়োজন হলে আগামীদিনে এই লক্ষ্যে সদর্থক পদক্ষেপ নেওয়া হবে ।



