গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে সোমবার সিপিআইএম সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এক মিছিল এবং সভা অনুষ্ঠিত হয়. সভায় প্রধান বক্তা ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী. দুপুর দুইটাই সিপিআইএম দলীয় কার্যালয়ের সামনে থেকে এক সুবিশাল মিছিল শহর পরিক্রমা করে মিছিলে পাও মেলান জিতেন্দ্র চৌধুরী সহ বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ আরো অন্যান্য নেতৃত্বরা. মিছিল শেষে স্থানীয় রবীন্দ্র চৌমনীতে বিজেপির সমালোচনায় সরব ছিলেন তিনি বলেন এই সরকার আর মাত্র কয়েকদিনের যা প্রতিশ্রুতি দিয়েছিল তা কোনটাই পূরণ করেনি এটা ভারতীয় জনতা পার্টি নয় এটা যন্ত্রণার পার্টি তাই মানুষ এদের থেকে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ তাদের এবারের নির্বাচনে ছুড়ে ফেলে দেবে. তিনি আরো বলেন তাদের একটাই সম্বল সন্ত্রাস করে ছাপা ভোট দিয়ে ক্ষমতায় আসা কিন্তু এবার তা সম্ভব নয় মানুষ রাস্তায় নামতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই বহু বিধায়ক এবং তাদের সদলিও নেতারা দল থেকে বেরিয়ে যাচ্ছেন তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে এই সরকার আর থাকছে না.এদিনেরই সভায় এছাড় উপস্থিত ছিলে সিপিএম মহকুমা কমিটির সম্পাদক রতন সাহা বিধায়ক শহীদ চৌধুরী বিধায়ক শ্যামল চক্রবর্তী রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস বিধানসভার প্রাক্তনাদক্ষ সুবল রুদ্র সহ অন্যান্যরা.সিপিএমের ঢাকা এই মিছিলে এবং পথসভায় সিপিএম কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়.
গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে সোমবার সিপিআইএম সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এক মিছিল এবং সভা অনুষ্ঠিত হয়. সভায় প্রধান বক্তা ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী. দুপুর দুইটাই সিপিআইএম দলীয় কার্যালয়ের সামনে থেকে এক সুবিশাল মিছিল শহর পরিক্রমা করে মিছিলে পাও মেলান জিতেন্দ্র চৌধুরী সহ বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ আরো অন্যান্য নেতৃত্বরা. মিছিল শেষে স্থানীয় রবীন্দ্র চৌমনীতে বিজেপির সমালোচনায় সরব ছিলেন তিনি বলেন এই সরকার আর মাত্র কয়েকদিনের যা প্রতিশ্রুতি দিয়েছিল তা কোনটাই পূরণ করেনি এটা ভারতীয় জনতা পার্টি নয় এটা যন্ত্রণার পার্টি তাই মানুষ এদের থেকে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ তাদের এবারের নির্বাচনে ছুড়ে ফেলে দেবে. তিনি আরো বলেন তাদের একটাই সম্বল সন্ত্রাস করে ছাপা ভোট দিয়ে ক্ষমতায় আসা কিন্তু এবার তা সম্ভব নয় মানুষ রাস্তায় নামতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই বহু বিধায়ক এবং তাদের সদলিও নেতারা দল থেকে বেরিয়ে যাচ্ছেন তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে এই সরকার আর থাকছে না.এদিনেরই সভায় এছাড় উপস্থিত ছিলে সিপিএম মহকুমা কমিটির সম্পাদক রতন সাহা বিধায়ক শহীদ চৌধুরী বিধায়ক শ্যামল চক্রবর্তী রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস বিধানসভার প্রাক্তনাদক্ষ সুবল রুদ্র সহ অন্যান্যরা.সিপিএমের ঢাকা এই মিছিলে এবং পথসভায় সিপিএম কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়.



