Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যসাংবাদিকদের কল্যাণে এক্রিডিটেশন কার্ডের সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্য বীমা এবং পেনশনের ব্যবস্থা করার...

সাংবাদিকদের কল্যাণে এক্রিডিটেশন কার্ডের সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্য বীমা এবং পেনশনের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার- মুখ্যমন্ত্রী

শনিবার আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী প্রথমে ত্রিপুরা ফটো জানালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক এই সাধারণ সভার সার্বিক সাফল্য এবং সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। তারপর তিনি বলেন বর্তমান সরকার প্রকৃত অর্থেই সাংবাদিক বান্ধব। এই সরকার সাংবাদিকদের সার্বিক মঙ্গল কামনায় চিন্তাভাবনা করে। পূর্বতন সরকারের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য এটাই। সাংবাদিকদের কল্যাণে এক্রিডিটেশন কার্ডের সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্য বীমা এবং পেনশনের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে এই সরকার। সাংবাদিকদের সঙ্গে বরাবরই আমার দীর্ঘদিন ধরে সুসম্পর্ক রয়েছে। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। আর চিত্র সাংবাদিকদের ছবিই সত্য কথা বলে। ছবির মাধ্যমে সবকিছুই পরিষ্কারভাবে বোঝা যায়। সমাজকে পরিবর্তনে চিত্র সাংবাদিকদের অসামান্য অবদান রয়েছে। এদিনের সভায় ফটোজানিস্ট এসোসিয়েশনের সদস্য সদস্যাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য