বৃহস্পতিবার সিপিআইএম আমতলী এলাকায় একটি কর্মসূচি পালন করে, যেখানে পিয়ালী চৌধুরী নামে এক সিপিআইএম কর্মীকে লাঠি দিয়ে বিজেপি দুষ্কৃতীরা নির্মমভাবে আক্রমণ করেছিল এবং তিনি আমতালিতে সিপিআইএম-এর প্রোগ্রামে যোগদানের পর ফেরার সময় প্রকাশ্য দিবালোকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন। এলাকা অভিযোগ রয়েছে, সিপিআইএমের সক্রিয় কর্মী পিয়ালী চৌধুরীকে কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারধরও করা হয়েছে চুল চেপে ধরে। ঘটনার পর তাকে আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘটনার পর এখনও কাউকে আটক না করায় বিজেপির দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবিতে শুক্রবার মহিলা পিএসকে ঘেরাও করেন এআইডিডব্লিউএ কর্মীরা। এআইডিডব্লিউএ সদস্যরা বলেছেন, দুর্বৃত্তদের শাস্তি না হলে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিবাদে নামবে তারা।



