জানা যায় এই সুবিধাভোগীদের অাগে পুকুরকে বৈজ্ঞানিক ভাবে মাছ পালনের জন্য তৈরি করা হয়েছে ও মাছের পর্যাপ্ত পরিমানে খাদ্য দেওয়া হয়েছে এবং এবার মাছের পোনা প্রদান করা হয়।অাজ ২১ জন সুবিধাভোগীর মধ্যে এর মধ্যে প্রত্যেক সুবিধা বুগিকে ৩৩০০ টি বিভিন্ন প্রজাতীর মাছের পোনা প্রদান করে তাদের জীবিকার মান উন্নয়নের লক্ষ্যেই এর পাশাপাশি খৈল, চুন এবং মাছের খাবারও দেয়া হয়। অাজকের এইৎঅনুষ্ঠানের উপস্থিত ছিল বগাফা কৃষি অাধিকারিক সুজিত কুমার দাস,বগাফা পঞ্চায়ের সমিতির চ্যায়ার ম্যান শ্রীদাম দাস,বগাফা বি.এস.সির চ্যায়ার ম্যান গৈরী শংকর রিয়াং এবং বিশিষ্ট সমাজসেবী দিব্যেন্দু চৌধুরীর সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সুবিধাভোগী বেনি ফিসারীতে উপস্থিত ছিলেন। জানা যায় প্রত্যেক বছর এক একটি এডিসি বিলে যে এই ধরনের জনকল্যাণ কি পরিকল্পনা গ্রহণ করছে বকাফা কৃষি দপ্তর, ২৩ /২৪ অর্থবছরে কাঁঠালিয়া ছড়া এডিসি ভিলেজি এই ধরনের জনকল্যাণমুখী পরিকল্পনা রয়েছে।



