Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যশান্তিপূর্ণভাবে সম্পন্ন হল সংসদের রাজ্যসভার চারটি আসনের সঙ্গে ত্রিপুরার একটি আসনের উপ...

শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল সংসদের রাজ্যসভার চারটি আসনের সঙ্গে ত্রিপুরার একটি আসনের উপ নির্বাচন

বৃহস্পতিবার সংসদের রাজ্যসভার চারটি আসনের নির্বাচনের সঙ্গে ত্রিপুরার একটি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন একে একে ভোটদান পর্ব সমাপ্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা , উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন , রাজ্যসভার প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , বিরোধী দলনেতা মানিক সরকার , রাজ্যসভার সিপিআইএম প্রার্থী ভানুলাল সাহা , রাজ্য বিধানসভার মহিলা সদস্যরা ও আইপিএফটি দলের এনসি দেববর্মা , মেবার কুমার জমাতিয়ারা। এদিন ভোটদান পর্ব শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা বলেন , রাজ্যসভার নির্বাচন সহ 2023 বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে শাসক বিজেপি। তাছাড়া আমি দৃঢ় আশাবাদী আইপিএফটি সহ শাসকদলের সমস্ত বিধায়করা স্বতঃস্ফূর্তভাবে ভোট দান করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে রাজ্যসভার প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী করাবে বলে। এদিন রাজ্যসভার উপনির্বাচনে ভোটদান শেষ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, বর্তমান সরকারটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চালাচ্ছে সাধারণ মানুষের উপর , ছাপ্পা ভোটের জয়ী হয়ে আসতে হচ্ছে রাজ্য বিধানসভা , হরণ করছে মানুষের গণতান্ত্রিক অধিকার। পাশাপাশি রাজ্যসভার উপ নির্বাচনের প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন নিজের ভোটদান পর্ব শেষ করে , স্পষ্ট জানিয়েছেন রাজ্যের মানুষ গত সাড়ে চার বছরে বুঝে গেছে ডেভলপমেন্ট কাজ কাকে বলে।ত্রিপুরার বিকাশের জন্য কাজ করে চলছে বর্তমান রাজ্য সরকার। সামনের দিকে মানুষ আরো বুঝতে পারবে উন্নয়ন কাকে বলে। রাজ্যসভার উপ নির্বাচনকে কেন্দ্র করে এদিন আঁটোসাঁটো নিরাপত্তা বলয় রাখা হয়েছে বিধানসভার লবিতে। শাসক-বিরোধী শরিক দল সহ প্রত্যেক বিধায়করা স্বতঃপ্রণোদিত ভাবে ভোটদান পর্ব সম্পন্ন করেছে। ভোটদান থেকে বিরত রয়েছেন কংগ্রেসের একমাত্র বিধায়ক সুদীপ রায় বর্মন। সুদীপ রায় বর্মন এর অভিযোগ বিরোধী শাসক কোন দলের প্রার্থীই তার কাছে ভোট চায়নি। তার জন্য ভোটদান থেকে বিরত রইলেন সুদীপ রায় বর্মন।সারা দেশের সাথে রাজ্যের একটি আসনের উপনির্বাচনের শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।নির্বিঘ্নে ভোট দান পর্ব শেষ করে সন্তোষ ব্যক্ত করেছেন সব দলের নেতারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য