বৃহস্পতিবার হাপানিয়ায় সিপিআই-এম-এর বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বৈঠক চলাকালীন বিজেপি দুষ্কৃতীরা সিপিআই-এম সদস্যদের উপর হামলা চালায়। পরে CPI-M কর্মীরা একজোট হয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াই করে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বিজেপির কাউকে গ্রেফতার করা হয়নি। এদিন বিরোধী দলনেতা মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে, সিপিআই-এম দলের সদস্যদের ‘ফাঁদে’ না পড়তে এবং আইন হাতে না নিতে বলেন। তাছাড়া এদিন ঘটনার সময়, মানিক সরকার তড়িঘড়ি করে তার বক্তৃতা শেষ করে সিপিআই-এম কর্মীদের বলেছিলেন, বিজেপির সহিংসতার উসকানির জবাব না দিতেও বলেন।



