Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যপুজোর থিম ও বাজেট নিয়ে সাংবাদিকদের মুখোমুখি নেতাজি প্লে ফোরাম সেন্টারের কর্মকর্তা

পুজোর থিম ও বাজেট নিয়ে সাংবাদিকদের মুখোমুখি নেতাজি প্লে ফোরাম সেন্টারের কর্মকর্তা

বিগত দু বছরের মহামারীর আতঙ্ক কাটিয়ে এ বছর রাজধানী বনেদি ক্লাবগুলি বিগ বাজেটের পুজোয় মেতেছে। এদিক থেকে পিছিয়ে নেই রাজধানী বনেদি ক্লাব নেতাজি প্লে ফোরাম সেন্টারও। বুধবার সাংবাদিক সম্মেলনে পুজোর থিম সহ বিস্তারিত জানান ক্লাবের কর্মকর্তারা। এদিন সংবাদমাধ্যমকে ক্লাব কর্তৃপক্ষ জানান দুই বছর করোনা অতিমারী শেষে এবছর রাজধানী বনেদি ক্লাবগুলি বিগ বাজেটের পুজো করছে।দর্শনার্থীদের মন জয় করতে কোন ক্লাবই কিছুতে এবছর খামতি রাখতে চাইছে না।রাজধানী বনেদি ক্লাব নেতাজি প্লে ফোরাম সেন্টার প্রতি বছরই আকর্ষণীয় মন্ডপ প্রতিমা তৈরি করে থাকে। এবছর তাদের থিম অযোধ্যায় প্রস্তাবিত রাম মন্দিরের অনুকরণে তৈরি হবে রাম মন্দির। এবার তাদের বাজেট ৪০ লক্ষ টাকা। তবে কর্মকর্তারা জানান মন্ডপ তৈরি করবেন নবদ্বীপের শিল্পী। এছাড়া প্রতিমা ও আলোকসজ্জায় থাকবে রাজ্যের শিল্পীরাই। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়েছে ফোরাম। ইতিমধ্যে রক্তদান শিবির করেছে। মহালয়ার দিন শিশুদের মধ্যে তিন বিভাগে হবে বসে আঁকো প্রতিযোগিতা ।এছাড়াও থাকবে মহিলাদের মধ্যে বিভিন্ন ক্রীড়া আসর। মহিলাদের মধ্যেও হবে বিভিন্ন প্রতিযোগিতা। ক্লাবের কর্মকর্তারা জানান ২৯ সেপ্টেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে । উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। দূর্গা পূজা কে কেন্দ্র করে তাদের কর্মসূচির মধ্যে রয়েছে ক্যান্সার হসপিটাল এ রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ। শিশু গৃহের আবাসিকদের মধ্যে বিভিন্ন খাবার ও বস্ত্র বিতরন কর্মসূচি। এছাড়া পূজার সময় দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ রয়েছে আনন্দ মেলা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য