Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যতপশিলি জাতি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আয়োজিত হলো মেগা ঋণ বিতরণ...

তপশিলি জাতি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আয়োজিত হলো মেগা ঋণ বিতরণ কর্মসূচি

বুধবার ত্রিপুরা তফসিলি জাতি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আয়োজিত হয় মেগা ঋণ বিতরণ কর্মসূচি। এদিন প্রদীপ জ্বালিয়ে মেগা ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রী ভগবান দাস, মাননীয় মন্ত্রী, এসসি কল্যাণ বিভাগ।
স্বাগত ভাষণ দেন দেবযানী চৌধুরী, জেনারেল ম্যানেজার,
এসসি কর্পোরেশন। তাছাড়া উপস্থিত ছিলেন রঞ্জিত দাস, বিধায়ক, চেয়ারম্যান এসসি কর্পোরেশন। এদের মন্ত্রী ভগবান দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন দপ্তরের দায়িত্ব নেবার পর খতিয়ে দেখলাম এস সি দের জন্য কি কি সুবিধা রয়েছে, ফলাফলে যা দেখেছি তাতে অবাক হবার মত। কেননা এস সি দের উন্নয়নের জন্য প্রচুর পরিমাণ প্রকল্প রয়েছে তা সত্ত্বেও বিগত সরকার কেন্দ্রীয় বঞ্চনার মায়া কান্না কেঁদেছে। বিগত দিনে দপ্তরের কিছু আধিকারিক এই সুযোগ-সুবিধা গুলি এস সি পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছে কিন্তু তাদের সামনে বিগত সরকার প্রাচীরের মত দাঁড়িয়ে ছিল বলে তা পৌছানো সম্ভব হয়নি। কিন্তু দেখা গিয়েছে বিগত সরকার এসসিদের জন্য কত মায়া কান্না করেছে, কিন্তু তাদের উন্নয়নের স্বার্থে বহু সুযোগ-সুবিধা থাকার পরেও কিছুই করেনি। তাই এসসিদের উন্নয়নের জন্য বর্তমান সরকার তাদের জন্য সরকারী কি কি সুযোগ সুবিধা রয়েছে সে বিষয়ে কিছু লিফলেট বিলি করেছিল সেই লিফলেট যাদের কাছে পৌঁছায়নি আগামী দিনে তাদের কাছে পৌঁছে যাবে বলে জানানোর পাশাপাশি বর্তমান সরকার এসসিদের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবে বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া এদিন এসসি ক্যাটাগরির মানুষদের মধ্যে মোট 86,04,000 টাকা প্রদান করা হয় বলে জানা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য