যথাযথ মর্যাদায় রাজ্যের শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিক এর শহীদান দিবস পালন করল বিরোধীদল সিপিআইএম। মঙ্গলবার রাজধানীর সিটি সেন্টারের সামনে শান্তনু ভৌমিক এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন মন্ত্রী মানিক দে , DYFI রাজ্য সম্পাদক নবারুন দেব, SFI রাজ্য সম্পাদক সন্দীপন দেব, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত ও এডিসির প্রাক্তন কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা প্রমূখ।এদিন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে , শান্তনু ভৌমিক হত্যাকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।



