Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যআনুষ্ঠানিক উদ্বোধন হলো স্বচ্ছতাই পখওয়ারা দ্বিতীয় পর্যায়ে

আনুষ্ঠানিক উদ্বোধন হলো স্বচ্ছতাই পখওয়ারা দ্বিতীয় পর্যায়ে

স্বচ্ছতা হি সেবা অভিযানের মাধ্যমে দেশের জনসাধারণের অংশগ্রহণকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ১৫ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর,২০২২ এর মধ্যে স্বচ্ছতা হি সেবা পালনের জন্য আমাদের রাজ্যেও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে আজ রাজধানী আগরতলার টাউন হলঘরে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের উদ্যোগে স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) এর অধীন স্বচ্ছতা পখওয়াড়া (দ্বিতীয় পর্যায়) এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিন মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন স্বচ্ছতা পখওয়াড়া অভিযানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বিশেষ স্বচ্ছতা অভিযানের মাধ্যমে নাগরিকদের ব্যবহারিক পরিবর্তনে উৎসাহ, স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতায় জোর এবং স্বচ্ছতার বার্তা প্রচারে বিশেষ গুরুত্বারোপ। আজকের এই স্বচ্ছতা পখওয়াড়া কর্মসূচীতে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত/ভিলেজ কমিটি থেকে থেকে আগত প্রতিনিধিরা তাঁদের স্বচ্ছতা বিষয়ক বিভিন্ন অভিজ্ঞতা কর্মশালায় তোলে ধরেন। স্বচ্ছতা বিষয়ক এই কর্মশালায় বহিঃরাজ্য থেকে আগত প্রশিক্ষকরা তাঁদের মূল্যবান অভিজ্ঞতা তোলে ধরবেন এবং আমাদের রাজ্যের প্রতিটি গ্রামকে স্বচ্ছ ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলতে তাঁদের মূল্যবান পরামর্শ প্রদান করবেন।আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের সচিব কিরণ গিত্যে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত নানাহ সম্মান ও উপাধিসহ অবসরপ্রাপ্ত তথা স্কুল অফ ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং এর বিশিষ্ট অধ্যাপক অরুণাভ মজুমদার, কলকাতার রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের (জল ও স্বাস্থ্যবিধান) ‘মূল সম্পদ কেন্দ্রের’ সমন্বয়কারী চণ্ডীচরণ দে, পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মূখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক,জল এবং স্বাস্থ্যবিধান সহায়তা সংস্থা’র ত্রিপুরার দ্বায়িত্বপ্রাপ্ত অধিকর্তা তত্বাবধায়ক বাস্তুকার রাজীব মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য