সমাজে থেকে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে রাজধানীর বনমালীপুরস্থিত রাম ঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে প্রথমবারের মতো মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিনের স্বাস্থ্য শিবিরে মোট নয়জন চিকিৎসক বিভিন্ন রোগী দেখেন এবং মন্দির কমিটির উদ্যোগে চিকিৎসা করাতে আসা রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদানেরও ব্যবস্থা করা হয়। এদিন মন্দির কমিটির একজন সদস্য সংবাদ মাধ্যমকে জানান এই সমাজে থেকে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে মানব কল্যাণে ও মানব সেবায় নিজেদের নিয়োজিত করার লক্ষ্যে আজকের এই কর্মসূচি, এবং যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না এরা যেন রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে আয়োজিত এই পরিষেবা যেন গ্রহণ করেন তার আহবান রাখেন। তাছাড়া এদিন তিনি আরও বলেন আজকের পর প্রতি রবিবার বিশিষ্ট পারিবারিক চিকিৎসক সকাল ৯টা থেকে ১১ঃ০০ টা অবধি রোগী দেখবেন এবং প্রতি বুধবার রাজ্যের বিশিষ্ট চিকিৎসক সত্যজিৎ চক্রবর্তী সকাল ৮টা থেকে ১০টা অবধি রোগী দেখবেন এবং চিকিৎসা করাতে আসা প্রত্যেককেই বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে বলে জানান তিনি।



