শনিবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজী’র জন্মদিনে “প্রতি ঘরে সুশাসন” অভিযানের সূচনা হলো। এ দিনের অনুষ্ঠানের অনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। এই সুশাসন প্রকল্পের মধ্য দিয়ে কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন সুবিধার মধ্যে কৃষকদের জন্য বিশেষ বাজার নির্মাণ, কৃষক ও মৎস্যচাষিদের জন্য হিমঘর তৈরী, উন্নত সেচ ব্যবস্থার জন্য ক্যানেল তৈরী, চেকড্যাম নির্মাণের মত পরিকাঠামো গড়ে তোলা হবে। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন এই প্রকল্পের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম-কিষাণ, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা, ভারত নেট প্রকল্প, সয়েল হেলথ কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, অটল পেনশন যোজনা, মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, স্বনিধি প্রকল্পে সমস্ত সুবিধাভোগীদের সুবিধা সুনিশ্চিত করা হবে ও রাজ্যের জনগণের আর্থসামাজিক বিকাশে জেলা থেকে গ্রামপঞ্চায়েত স্তরে কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া সুনিশ্চিত করতে আজ যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জী’র জন্মদিনে “প্রতি ঘরে সুশাসন” অভিযানের সূচনা বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



