Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যদেশের প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে সদর জেলা যুব মোর্চা উদ্যোগে আয়োজিত হলো রক্তদান...

দেশের প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে সদর জেলা যুব মোর্চা উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সদর যুব মোর্চার উদ্যোগে নজরুল কলা ক্ষেত্রে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সদর জেলা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় এই রক্তদান শিবির। তাছাড়া রাজ্যের প্রত্যেকটি জায়গায় ব্লক স্তর, জেলা স্তরে কর্মসূচি পালিত হচ্ছে। তাছাড়া রাজ্য সরকার যে রাজ্যের মানুষের স্বার্থে কাজ করে চলছে তা ঘরে ঘরে পৌঁছানোর লক্ষ্যে “প্রতি ঘরে সুশাসন” প্রকল্পের উদ্বোধনের কথাও জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার যে রাজ্যে মানুষের জন্য কাজ করছে সেটা সকলের কাছে পৌঁছানোর লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি কিংবা মেলার আয়োজন করা হবে বলে জানান। যার মধ্য দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা তা তুলে ধরা হবে ও কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সার্টিফিকেট যেমন আয়ুষ্মান ভারত, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ও রেশন কার্ড তা তুলে ধরার মতো ব্যবস্থা রাখা হবে বলে জানান। এদিনের রক্তদান কর্মসূচিতে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য