রাজ্যে সরকারি ও পিপিপি মডেলে ৫ টি নতুন ডিগ্রি কলেজ খোলা হবে । এরমধ্যে ৩ টি সরকারি ও ২ টি পিপিপি মডেলের কলেজ হবে । চলতি শিক্ষা বর্ষ থেকে এই কলেজগুলি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে । আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানান । সাংবাদিক সম্মেলনে তিনি জানান , রাজ্যে পিপিপি মডেলে নতুন ডিগ্রি কলেজ খোলার জন্য দুটি বেসরকারি সংস্থা যথাক্রমে পশ্চিমবঙ্গের হাওড়ার আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি এবং আসামের ডাউনটাউন ট্রাস্টের সাথে রাজ্য সরকারের মউ স্বাক্ষরিত হয় । শিক্ষামন্ত্রী জানান , পশ্চিমবঙ্গের হাওড়ার আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি চলতি শিক্ষাবর্ষ থেকে জিরানীয়া এবং কাকড়াবনে নতুন ডিগ্রি কলেজ খোলার ইচ্ছা প্রকাশ করে । এরমধ্যে জিরানীয়ায় চালু হবে আইন কলেজ এবং তার জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে স্বীকৃতি পাওয়া গিয়েছে । তিনি জানান , জিরানীয়া আইন কলেজে ৫ বছরের বিএ এলএলবি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম , ৫ বছরের বিকম এলএলবি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এবং ৩ বছরের এলএলবি কোর্স করার সুযোগ থাকবে শিক্ষার্থীদের । সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান , কাকড়াবনেও চালু হবে একটি সাধারণ ডিগ্রি কলেজ । ছাত্রছাত্রী ভর্তির জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । তিনি জানান , পুরাতন আগরতলায়ও সম্পূর্ণ সরকারিভাবে একটি সাধারণ ডিগ্রি কলেজ খোলা হবে । চলতি শিক্ষাবর্ষ থেকেই এই কলেজ শুরু হচ্ছে । শিক্ষামন্ত্রী জানান , পানিসাগরেও চলতি শিক্ষাবর্ষ থেকে সরকারিভাবে প্রতি বিষয়ে ১০০ আসন নিয়ে একটি ডিগ্রি কলেজ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে । বাংলা , ইংরেজি , ইতিহাস , পলিটিক্যাল সায়েন্স , এডুকেশন , সংস্কৃত , সোসিয়োলজি বিষয়গুলি থাকবে এই কলেজে । শিক্ষামন্ত্রী জানান , পুরাতন ডায়েট কলেজে প্রতি বিষয়ে ৫০ আসন নিয়ে সম্পূর্ণ সরকারিভাবে একটি ইংরেজি মাধ্যম কলেজও চলতি শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে । এই ইংরেজি মাধ্যম কলেজের নাম শ্রী অরবিন্দ জেনারেল ইংলিশ মিডিয়াম ডিগ্রি কলেজ রাখা হয়েছে । সেখানে বাংলা , ইংরেজি , পলিটিক্যাল সায়েন্স , ইতিহাস , ইকোনমিক্স , সোসিয়োলজি বিষয় থাকবে । সাংবাদিক সম্মেলনে সর্বশিক্ষার অন্তর্গত বিআরপি এবং সিআরপি সহ ৪৬১ জন ননটিচিং স্টাফের বেতন বৈষমা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান , এখন থেকে তাদের গড়ে প্রায় ৪ থেকে ৫ হাজার বেতন বৃদ্ধি করা হবে । পাশাপাশি বছরে তাদেরকে একটি ইনক্রিমেন্টও দেওয়া হবে । একই সঙ্গে ৪২২ জন ব্লক রিসোর্স পার্সন এবং ২৪৬ জন ক্লাস্টার রিসোর্স পার্সন নিয়োগ করা হবে ।



