বুধবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে “দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)(ত্রিপুরা স্টেট সেন্টার) এবং ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগে ৫৫তমইঞ্জিনিয়ার্স_ডে পালনের অঙ্গ হিসেবে এক বর্ণাঢ্য প্রভাত ফেরীর আয়োজন করা হয়। এ দিনের প্রভাত ফেরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আজকের দিনটি সারাদেশ জুড়ে প্রকৌশলী দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে, আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ প্রকৌশলী ভারতরত্ন স্যার মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরাইয়া’র-জী ১৬২তম জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন হিসাবে। প্রযুক্তি ও প্রকৌশলগত উন্নয়নের মাধ্যমে আমাদের রাজ্যের প্রকৌশলীরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের সরকার সবসময়ই প্রকৌশলীদের পাশে রয়েছে। স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তুলতে আমাদের রাজ্যের প্রকৌশলীরা মুখ্য ভূমিকা নেবেন এটাই আমাদের সকলের প্রত্যাশা।



