Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যতামাক নিয়ন্ত্রণের উপর মিডিয়া সংবেদনশীল কর্মশালা অনুষ্ঠিত হয় জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে

তামাক নিয়ন্ত্রণের উপর মিডিয়া সংবেদনশীল কর্মশালা অনুষ্ঠিত হয় জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে

বুধবার ত্রিপুরার স্বেচ্ছাসেবী স্বাস্থ্য সংস্থার উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে তামাক নিয়ন্ত্রণের ওপর মিডিয়া সংবেদনশীল কর্মশালার আয়োজন করা হয়। এ দিনের কর্মশালা উপস্থিত ছিলেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, ড. ঈশিতা গুহ জেলা প্রোগ্রাম অফিসার, এনটিসিপি, শ্রী সুজিত ঘোষ, প্রকল্প ব্যবস্থাপক বিআই তামাক নিয়ন্ত্রণ প্রকল্প, ড. ভাস্কর রায় বিশ্বাস, ডিএনও, এনপিসিডিএস, পশ্চিম ত্রিপুরা, শ্রী অম্লান দেব জেলা পরামর্শক, এনটিসিপি অংশগ্রহণকারী এবং সম্পদ ব্যক্তি শ্রী প্রিয়তোষ পাল জেলা সমন্বয়কারী, ভিএইচএটি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তামাক সেবন এবং ধূমপানে মানব দেহে কি কি ক্ষতি হতে পারে ও ক্ষতির কারণ ভিডিও ভিজুয়ালাইজেশনের মাধ্যমে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। তাছাড়া এদিন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এদিনের কর্মশালা মূল লক্ষ্য নিয়ে বলতে গিয়ে জানান তামাক কন্ট্রোল নিয়ে কি কি পদক্ষেপ প্রশাসন গ্রহণ করেছে এবং যারা তামাক ছাড়তে চায় তাদের জন্য কি কি সুবিধা রয়েছে সেগুলি সংবাদ মাধ্যমের সামনে উপস্থাপন করা। তাছাড়া এদিন তিনি আরো বলেন যে পশ্চিম ত্রিপুরা জেলার ১৫০ টি বিদ্যালয় কে তামাকমুক্ত বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে বলে তাছাড়া আগামী দিনে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর গুলোকে তাবাকুমুক্ত করার লক্ষ্যে দপ্তর কাজ করে চলছে বলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য